সন্ধ্যার পরে  কথা হচ্ছিল পাশাপাশি বসে সংসার জীবন
দু'জনের চোখের পাতায় অতীত স্মরণ
দরজা খোলা,ফাঁকা হাওয়া দাঁড়িয়ে শুনছিল বেশ
উঠানের পাশে নেমে এসেছে নীরব নীচু মেঘ
একঝলক দেখা, এতে কতটুকু বোঝা যায়
আকাশটা কত বড়ো
সংসার জীবন এভাবে  মাপা যায় না
দুটি মন থেকে...
এক-একটা ভাবনা অপেক্ষা করে
সময়কে পেতে চায় কাছে।


সন্ধ্যা ভেঙে রাত হলে মুক্তি চায় সংসারজীবন
পাশাপাশি বসে আবহমান কাল
স্নেহ,মমতা, চুম্বন রাত্রি মাপে
মৃত্যুত্তীর্ণ জীবন ধারাপাতে।