তুমি তো জানতে না  এর কারণ
তুমি আমার জন্য এসেছিলে ঘরে
রাতে- যাপনে অযাথা করিনি বারণ
আনন্দ বিষ ছড়িয়ে তখন শরীরে।


ভয়ে বলিনি সেদিন কাশি টুকু ছিলো
বেলা বাড়ে তুমি আমি বাজারে বাজারে
আতঙ্কে সবাই আলাদা আলাদা রাখলো  
ভাইরাস জমেছে ফুসফুস -শিরায় ধীরেধীরে।


নিয়ে যায় হাসপাতাল থাকে তবে দূরেদূরে
ছড়িয়ে বিশ্বে সময়ের মৃত্যু টেনে টেনে
মুহূর্তে ভীড় করে  অচেতন শরীর অন্ধকারে
সব শূন্য -সব ভস্ম - করোনার  টানে।