ধীর গতিতে  নদীতীরে  পৌঁছলুম
হলদি নদীর  তেরপেখ্যার খেয়া
এপার -ওপার  হাতছানির আবদারে
আমাকে টেনে নিয়ে যায়


কথায় কথায়  মাঝিদের অভাব কথা
মধ্যিখানে  চরের গল্প
পানকৌড়ির দল যেন হিসেব খোঁজে
আমি বারকয়েক  চোখ বদল  করি
ঘাটে ব্যবসায়ীদের অদল -বদল চিত্র
নদীর বুক শুকোনো  যুদ্ধ
সকাল, দুপুর , সন্ধ্যা , রাত্রি  


নদীটির সাথে  
আমি আরও কতকাল?