নিশানা তিন তিনটি দেশ
যারা শুরুতেই নিজেদেরকে জানতে চেয়েছিলো
কেউ নিজের তৈরি গাছের গতিপথ দেখে
কিংবা কেউ  আবার কবরের পাশে
আমার কেউ পতকার রঙ দেখে


তিন তিনটি দেশ
সহসা  গোলা বারুদের গন্ধ
কুয়াশায় ঢাকে আকাশ
খোলা রাস্তায় পাশাপাশি  লাশের পর লাশ
গাছের নীচে, কবরের পাশে, পতাকায়
ভেসে যায় রক্ত


তিন তিনটি দেশ


পরিচয় হারালেও
মাটিতেই পড়ে থাকে


নাগরিকত্ব চিহ্ন।