অচেনা একটা হৃদয়ের ঘরে 
আমি বসি কি করে?
উঠান জুড়ে মেঘের শব্দ
যেন সমস্ত বৃষ্টি ঝরে গেছে
নির্জলা জ্যোৎস্নায় কল্পনার অনুভবে 
হৃদয়ে ঘোরাঘুরি করে


    
সমস্ত প্রেম নতুন -পুরাতন
জমে আছে সেখানে
ইচ্ছেগুলো  আত্মগোপন করে 
ছুঁয়ে ছুঁয়ে যায় ভাঙা শরীরে 


আঘাতের দাগ দুরন্তপনায় ভাঙা পয়ারে দুলতে থাকে 
শূন্য আকাশের নীচে     
তীব্র অপেক্ষায় নৈঃশব্দ্যে হৃদয়ের ঘরে..