'নারী' - এই শব্দের  অর্থ বহুমুখী
সেই নারীর দুচোখে জল
অদ্ভুত  সমাজ শকুনের  চোখে চেয়ে
হিংস্র  পশুর  ভঙ্গিতে
সারা  আকাশ  উজ্জ্বল  দ্যুতিময়
তবুও নারীর  দেহে কলঙ্ক আঁকা
কত অজানা  পথে
সাদা কাপড়মোড়া  নারী শবের যাত্রা


কেউ বা হাসে কেউ বা বিদ্রুপ
কেউ বা কলঙ্ক  আঁকে,কেউ বা পুরুষের ভুমিকায়
এভাবেই  দিন,মাস, বছর...
নারীদের  মর্যাদা লুট হয়  
রাজপথে, গ্রামপথে
শহর - গ্রামে


নারীর আপন ভাগ্য আজ
বিদ্রোহের  নতুন  নাম।