সুদীর্ঘ রাস্তা ধরে  হেঁটে যাচ্ছে একটা প্রজন্ম
তাদের সারাগায়ে রাত্রির দাগ
মাথার পরে জ্বলে ওঠে যোগ্যতার শংসাপত্র
ওপাশ থেকে শোনা  যায় অপরূপ নতুন প্রজন্ম ঘিরে সংগীত ধ্বনি
এই শতাব্দীর থেকে— বেকারত্ব দেখিয়ে যাওয়া
শিক্ষার দর্পণে অনলাইন মৃত্যু
এই সব নির্দেশ সমাজের শানিত আবেগে ঝরে পড়ে
সামনে আত্মহত্যা চোখে কত বাবুদের সুখ
অসহায় বর্তমান; সময় টের পায়
রাত্রির পরে নক্ষত্রের তানে  
উজ্জ্বল  স্বপ্নে বিভোর ঘুমে
নতুন প্রজন্মের আর সকাল আসে না।