যেন প্রতিটি শব্দ
অস্ফুট আলোয় ছায়া ছায়া
মনে হয় এতোদিনের উপার্জিত শব্দ
তোমার দু ঠোঁটের ছোঁয়ায় তৃপ্তি আসে


আবার কুড়োতে থাকি
কুড়োতে থাকি সমস্ত জীবনভরে


তবুও অপূর্ণ আমি
রাজপথে রাত নামে
মুখোমুখি, চোখাচোখি, হাসাহাসি কারা যেন করে


দু'হাতে প্রবল ঝড়ো হাওয়া
হয়ে উঠলো ঝর্ণা
রোপণ করি বলেই
আদি, অন্তহীন সৃজনে জেগে ওঠে


সম্পূর্ণ আমার নিজস্ব অধিকার


একান্তই নিজের।