মানুষ হিসেব কষে, হিসেব ভাঙে
নিজেও জানে না জীবিত কি মৃত
জানে না বলেই অসম্ভব অধিকার
তার উপর বৃষ্টির টান মেঘের আবার


ভয়, সংশয়, ভুলে স্মৃতির কিছুটা আঁকড়ে
রাঙা ভাঙা অভিনয় পড়ে থাকে প্রাচুর্যে
নাম -ডাক, খুঁজে বেড়ায় প্রাসাদে প্রাসাদে
নিজেও জানে না জীবিত কি মৃত তাতে।


কতবার মরে আর কতবার বাঁঁচে  
নিজেও জানেনা কি ভাবে সে আছে?
বিবাহের পরে সন্তান সুখে নৌকোডুবি ঘটে
পতাকার তলে অন্নের হদিস লাফিয়ে সে হাঁটে    


জীবনবিক্রি হলে তখন মৃত ঘোষণা  বলে
বাঁচার দুঃখে মরে গেল রঙিন পতাকার তলে।