মেয়েটি আমার কাছে রোদ্দুর চেয়েছিল।
খুব সহজে বোকা মেয়েটি
আমার কাছে-ই হাত
পেতে রোদ্দুর চায়
আমিও তার জন্য দুপুরের খোঁজে থাকি...


পায়ের পরে পা মিলিয়ে
চলেছি দুপুরের খোঁজে
দেখি,মেঘের উপর শুয়ে আছে
রক্ত মাখা রোদ!
আমি রক্ত ছুঁতে পারি না।


মেয়েটি রোদ্দুর খুঁজতে খুঁজতে
হয়ে ওঠে ধানগাছ, ডোবা জলে!
মেয়েটি শরীর জুড়ে
ভিজে ভিজে ছায়াদাগ...


তার অশ্রুপাতের শব্দ
কেউ কোনদিন শোনেনি...
নীরব নদীচরে মেয়েটি ডুবে ডুবে যায়
ডুবে যায় মাঠ-ঘাট দীর্ঘ জলছায়ায়!


মেয়েটি আমার কাছে
রোদ্দুর চেয়েছিল!