সারাদিনের শেষে বাড়িতে শরীর দিয়েছি ফেলে
সেখানে তোমার মনে আমার স্বীকারোক্তি নেই
শুধুই তো খাওয়া, পরা,শোওয়া - এই তো জীবন , এই তো পূর্ণতা,  এই বিষাদময়তা


তোমার চোখে নিরাশা, নেই ভালোবাসা
ফুটে ওঠেনি  সকাল থেকে রাত্রি, রাত্রি থেকে ঘুমভোরে কিঞ্চিৎ ঠোঁটের কোণে


শুধুই বিষাদ শরীরী ঝুলিতে
ক্ষমতায় শরীর ভাঁজে


নদীসমুদ্রের বেলাভূমিতে বসি
হারানো স্বপ্নের ভেতর
নিজেকে পাই এ জীবনে ।