নতজানু হয়ে বলছি
কবিদের আয়তন আর সীমা  ঘিরে পাঠক চৈতন্য
জন্ম নেয় উৎসব কথা
তা নিয়ে মেতে থাকা স্তাবকের মতো
কবিদের চাহিদাহীন চোখ
কেউ হেঁটে যায় স্বীকৃত শব্দ মহলে
নিরেট শব্দ পাথুরে
মিটিং, মিছিল, সভা সমিতির শব্দ সিঁড়ি ভেঙে
উপাধি,পুরস্কার, সিংহাসন জুড়ে একাধিক হাততালি
অথচ নারী ধর্ষণ, খুন,পুড়িয়ে মারা আরও কতসব
সমাজের  বাহবা কুড়ায় পুলিশ
সাজানো গোছানো মাইকের কাছে মন্ত্রীদের
কন্ঠে বেজে ওঠে উল্লাস
গোল গোল হয়ে উড়ে  যাচ্ছে প্রতিশ্রুতি কথা
ঐ ভাষা শব্দরাশি নীড়ের গায়ে গায়ে গেঁথে যায়
ভয়ে, আতঙ্কে  
আমি নতজানু হই।