১.


আক্রান্তের বুকে যন্ত্রণা, ফুরিয়ে যাচ্ছে জীবন
মৃত্যুর হদিস পায় না পরিজন


চালাকচতুর হৃদয়ে নিত্যনতুন মিথ্যা জয়
ঠোঁটের কোণে সত্য হারায়  


অর্থলোভী সঙ্গী - সাথী ফুরিয়ে দিলে সংসারটা    
নিচ্ছে শুষে  ছবির নীচে সমস্তটা
    


মানতে না চাও, প্রমাণ মেলে কাগজ- কলমে
আছো ভালো বেশ বেজায় চরমে  


মৃত্যুর অকাল সন্ধ্যা  নামে  ধর্মে।    


২.


প্রসন্ন হৃদয়ে  কয়েকটি তর্ককথা
নিঃসঙ্গ আলোযাপনের  পথ
কয়েকটি মাথার অহেতুক দৃশ্যের ছাঁচে
গড়ে ওঠে   রামকথার  আয়ণ  
সমগ্র বাতাস তাও জানে  চোখ ফেরির ইতিহাস


সেখানেই তর্কালাভ প্রশ্নাতীত সুরে
তবুও বেঁধে বেঁধে কয়েকটি সময় ঘিরে।