অজুহাত  নিয়ে বসে আছো
নৌকো এসে তীরে ঠেকেছে
তবুও  গোধূলি
তোমার মুখের  হাসি মিলিয়ে  যায়
মাঝিদের  শরীরে   বিবর্ণ আলো
তোমার মুখেও  দেখি  
যেন মুদ্রিত  ছাপা  হরফের  বুক,
নৌকা  কি আমাকে নেবে?
অচেনা  হয়ে আসে অন্ধকার
তীরে বসে আছি সূচনার অপেক্ষায়


রাত্রি নেমে আসে


তুমি আমি ঘাটে বসে


পাখিদের সময় হলো বাড়ি  ফেরার


পাখিরা ফিরছে -
আমি, তুমি  আছি বসে...