১.
সকাল সন্ধ্যা  সেজে গুজে
প্রচলিত প্রচার মেকি সেজে
অনন্তবাহারী মাইক্রোফোন হাতে
পরামর্শক ভিন্ন ভিন্ন বুদ্ধির  সাথে।


২.
অবলম্বন নয় স্বাবলম্বন হও
ভিক্ষে নয় ভিক্ষে দাও
সোজা করো  একান্ত শিরদাঁড়া
আচম্বিত  বাঁচো অন্যকে ছাড়া ।


৩.
উড়ে যাচ্ছে টাকার থলে
ক্ষমতাটা শুধু বাহু বলে
মানুষ পরেছে চোখে ঠুলি
শাসনে খেলছে  মৃত্যুর হুলি।


৪.
মানুষ ধরার পেতেছে ফাঁদ
অতিমারি আর মহামারির গতিসূত্রে
জুলজুল চোখে দেখছে চাঁদ
ত্রান আর শব উধাও প্রতি রাত্রে।


৫.


লোভী আর ভিক্ষুকের দল
শাসনে কেড়ে নেয় বল
ভোট এলে পালিশ করে
ক্ষমতা পেলে সরে পড়ে।