চারদিকে হায়নার দল
উন্মুক্ত নেই দেশ
অস্ত্রের পরিচয় মেলে
রক্তে রাখা বেশ।


চারধার বন্ধ দরজা
খেয়াল রাখে না প্রভুরা
বছর বছর  কত  টক্কর
ভবঘুরে হয় বেকাররা।


শিক্ষা এখন নিমজ্জিত
ভৌতিকরাশি মেলে না
চারদিক শুধু হুংকার বাড়ে
কাজের সন্ধান ফিরে না।


স্বপ্ন শুধুই স্বপ্ন থাকে
চোখে ঘুম আসে না
সমাজ এখন ভেসে
পরিণামে টেকে না।