যাঁরা  কবিতা  লিখছে, লিখে যাক
আমি শুধুই পাঠক হবো
দু'একটা  কবিতা  নয়
সব লেখাই ধরতে চাই।


যাঁরা  রোজ দিনরাত কবি মঞ্চে
আমি শ্রোতা  হই
দু'একটা ভালো শব্দের  ঠিকানায়
একতারা হাতে অর্থ খুঁজি।


যাঁরা সংবাদের পাতায়
ছবি আঁকে
তাদের পরিচয়ের সূত্র  খুঁজি
আমি সতর্কতা  চোখে
পাঠকের পৃষ্ঠায় মুখগুঁজি।


যাঁরা টাকার নেশায় রূপান্তর  হয়
দু'একটা  অন্ধকারে পাঠক মনে ভাবি
মায়াময় ঘুমচোখে
সারারাত কবিতায়  থাকি


তবুও  ভালো পাঠক আমি।