আজ বাড়ি ফিরলাম। স্মৃতির পাতা নিয়ে।
সে সবই  আলতো মিঠে স্বাদ। দুঃখ জানিয়ে।


দুঃখ প্রকাশ। বোঝাবার অনিশ্চিত জায়গা।
কয়েকটি ভাষা বাক্য। ফাঁকা উঠান গা।


ফাঁকা উঠান কেবলই কোলাজ দেওয়াল ঘিরে।  
তুলসীতলা ভক্ত ভরপুর মা কে পাই একটু দূরে।    


মা কে ঘিরে ইচ্ছে-পূরণ।বাস্তব চোখে স্বপ্ন
জীবন তো ছোটো নয়। দিয়েছে মায়ের মন।


মনের হদিস আপন খোঁজা। আজ সেই দিন
কাল গড়িয়েছে। নিজের কাছে দীর্ঘদিন।


নিজের কাছে প্রশ্ন চাওয়া দিন কিংবা রাত
দেওয়াল ঘেষে ভেসে ভেসে  আমি বৃষ্টি স্নাত।


বৃষ্টি ভেজা দিনগুলোতে বন্ধুর আলিঙ্গনে
স্কুল ফেরত দুপুর-বিকেল আকাশ টানে।


আকাশ ভরা শিউলি সন্ধ্যা শরতের ঘ্রাণ
মা কে দেখা আনন্দ সুখ। দিয়েছি সম্মান।


সম্মান ঘিরে মায়ের আকাশ দিয়েছি ভরে
ফিরে দেখা কয়েকটি স্মৃতি কবির ঘরে।