প্রতিটি  দিন  বন্ধনে, প্রতিটি দিন তো যন্ত্রণার
প্রতিটি  দিন একা থাকা প্রতিটি  দিন  অন্ধকার


তুমি কি প্রিয় পরিবার নিয়ে  ভালোবাসো?
তুমি কি হৃদয়ের  কথা ভাগ করে বসো?
হৃদয় মরে, দুঃখ নিয়ে  অবাধে ঘর করো
প্রতিষ্ঠা আর সম্মান নেই? লুকিয়ে লুকিয়ে  ঘুমিয়ে পড়ো?
মন ভেঙেছে , স্থির  হও। ঝেড়ে ফেলো
নতুন  ভাবে জীবনকে   বাঁচতে  বলো


প্রতিটি  দিন বাচঁতে চেয়ে নতুন  জীবন  গড়ি
রোজ রোজ  এমনই  করে স্নেহহীন হয়ে পড়ি
শক্ত হৃদয়ে  বেঁধেছি  মন  জাতিস্বরের
দিনের আলো মিলিয়ে চিরকালের
আমি একা ভাঙ্গা নৌকায়  মাঝিহারা
সন্ধেবেলায় কাজের ঝামেলা , পড়ি দিশাহারা
সাইকেল প্রিয় নেশায়, দাগ লাগে রক্তের
আপনজন মুখ ফিরায় চলে  শুধু স্বার্থের।


তোমার বাড়িতে  প্রিয়জন ভীড়ে সন্ধেবেলায় একলা ঘর
আমার আছে জন্মদাগ পেয়েছি তোমার উপর।


তোমার কোলের মাঝে স্নেহের  জোরে
অধিকারে    শাসন করো ভালোবাসার ঘরে।