আজ এই দুঃসময়ে কী যেন এক অমঙ্গলের  ভয়
আমি যখন আতঙ্কে গৃহবন্দী, তুমি তখন লড়াইয়ের  ময়দানে
আমি বিশ্বাস করি তুমি ঈশ্বররূপে এসেছো মানুষ হয়ে
জীবন যুদ্ধের মুখোমুখি তুমি, সাহস  নিয়ে প্রাণে।


মৃত্যুর ভয় সবাইকে  টেনে নিয়ে যায় ঘরে
আমি ঈশ্বর  দেখিনি  দেখেছি তোমাকে
প্রতিটি  বিষভরা শরীরে মুছে  দিচ্ছো যন্ত্রণা
তবুও  কারা যেন হিংস্র গর্জনে, ছিঁড়ে  ফেলে চাবুকে।


তোমার সুখের সংসার, ভয়ে ভয়ে দিন কাটায়
দিন- রাত সমান, তোমার চোখে  মুখে
নানান জিজ্ঞাসা,  পরিবার আর মনে
অফুরন্ত প্রণাম তোমায়, দু'হাতে দেশের মানচিত্র  বুকে।