এতোবড়ো তপোবন
নির্ভয়া, কামদুনি, পার্কস্ট্রিট  উত্তরবঙ্গ থেকে উত্তরপ্রদেশে হাথরস
সীমানা ঘেরা প্রজাপালক


যে কোন রাজার ঘরে অবলা মুখ মনে পড়ে
কখনো  লাইটপোস্টের নীচে , কখনো  গভীর  জঙ্গলে , কখনো বা নদী -সমুদ্র ঝোপঝাড়ে


মেয়েটির  কেড়ে নেওয়া  শাড়ি , যৌনাঙ্গ থেকে ছিঁটকে  পড়া রক্তের  দাগ
অবশেষে  পড়ে থাকে মেয়েটির  পুড়ে যাওয়া শরীর


হে প্রজাপালক,
তোমাদেরই তপোবনে
এভাবেই  নিজের  হাতে গড়েছো নির্মাণ
সদর্পে  হরণ করো মেয়েটির  শাড়ি
উল্লাসে  চেঁচিয়ে  বলো- সাবাস! আমার তৈরি  ধর্ষকের  দল।


প্রশাসন , বুদ্ধিজীবী  আড়ালে  কোথাও
নিজেদের  বিবেক বিক্রি  করে
তোমাদেরই  তপোবনে আড়ালে-আবডালে


প্রাপ্তি শুধু  মেয়েটির  
তপোবন জুড়ে রাজনীতি  খেলে যায়!