গ্রাম -শহর কাঁদছে ;   মুখোশের আড়ালে
রাত-দিন ঘুমের ঘোরে; স্বপ্নের নৌকায়
আকাশ থেকে তারারা খসে খসে পড়ে
কি যেন হারানো সংবাদে


আদব-কায়দায় মনগুলো ছিঁড়ে নেয়;অদ্ভুত ঢং
সাজানো ঘেরা সিঁড়ির ঠেকে
কত সুন্দর প্রহসনের চালচিত্র


যেখানে বিশ্বাস কাঁদে;সময় ছড়িয়ে
প্রতিটি মুখ ও মুখোশের অন্ধকারে
সেখানে সব হারানোর অনুতাপ; প্রহসনের সংসার।