খেলার উঠানে প্রতিপদে চাঁদ
ভোরের সামান্য  আগে,আকাশ  সবুজ
মেপে মেপে কুয়াশার বাঁধ ভাঙ্গে
প্রয়োজনে বাস্তব  মেঘ, বড্ড অবুঝ।


পৃথিবীর  চোখ খুলে, সকাল ভাঙা টেবিলে
সূর্যের  গায়ে রাত কুয়াশার  দাগ
টুপটাপ  শব্দ, রাঙা সূর্য মাছেদের বিলে
অফুরন্ত রূপ-যৌবনে দুপুর রাগ।


আকাশ  থেকে  খসে পড়ে প্রাত্যহিকের দানা
বুবুক্ষু সমস্ত  মুখ, শব্দ - ভাষা  অচেনা।