কারা তৈরি করেছিল এতো হাজার হাজার শিক্ষিত মানুষ?সবই কি কলেজর অবদান?
অধ্যাপকরা কি বাড়ি বাড়ি গিয়ে প্রাথমিক জ্ঞান দিত?
আর স্নাতক স্তরে ভর্তির জন্য ওরাই কি নম্বর  বানিয়ে দিত?
বিদ্যালয়ের গণ্ডি অতিক্রম করতে   যাঁরা অক্লান্ত পরিশ্রম করতো তাঁদের কথা কেউ কি জানে?
এই যে এত বিজ্ঞানী, ডাক্তার, অধ্যাপক - এই সবের মূল ভিত্তি কি কলেজে না বিশ্ববিদ্যালয়?
দেশ, বিদেশে যাঁরা  ছড়িয়ে মাথা উঁচু  করে
এ সমস্ত  কৃতিত্ব কি অধ্যাপকদের?
যাঁরা  এত সবের পেছনে,তাঁদের কথা কেউ কি বলে?
সময়ঘেরা বিদ্যালয় জীবনে দিনের পর দিন
মানুষ তৈরি করার শপথ নিয়েছিলেন যাঁরা তাঁদের কথা কারা মনে রাখে?
সরকারি নোটিশ শুধু  সেই সব শিক্ষকদের জন্য
যাঁরা অধ্যাপকদের থেকে  কম বেতনে কাজ করে,তাঁদের যোগ্যতা কি জেনেছে কেউ?
রোজ রোজ রুটিন মেনে  কি অধ্যাপকরা কলেজে আসে, সে খবর কি কেউ রাখে?
সপ্তাহের মাঝে একদিন  কেন ছুটি পায়? সে হিসেব কি কেউ  রাখে?
কেন আলোচনা ও সমালোচনায়  পড়তে হয় শিক্ষককে?
একই যোগ্যতায় শিক্ষক ও অধ্যাপক, অধ্যাপকদের কেন এত বেতন? বলতে পারেন কেউ?
ওরা কি সব শিক্ষা একাই দিতেন না কি?
একটা মানুষ হওয়ার পেছনে  সব সাফল্য কি ওদের?
যারা  কলেজে ভর্তি হতে পারেনি, যারা উচ্চশিক্ষা পেল না তাদের কথা কে ভাবত?
লকডাউনের পরে   কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কথা বলে কি কেউ? তাঁদের আসা যাওয়ার নিয়ম কি কেউ রেখেছে?
পত্র - পত্রিকা,  টিভি খুললেই  স্কুল শিক্ষকদের নানান ভাষার সম্মুখীন কেন হতে হয়? অধ্যাপকদের নিয়ে কি কেউ আলোচনা করে?
বারবছর   পরে যারা মাথা তুলে কলেজে যায়, এর জন্য অবদান কার?
গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় পড়ে থাকে কে?
জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখেন যাঁরা, তাঁরা এমন অবহেলিত কেন?
অধ্যাপকদের  পারিশ্রমিক  কেন এত বেশি? কেন এত সুযোগ সুবিধা?  কেন তাঁদের বেলায় নিয়ম নেই? বলতে পারেন কেউ?
শুধু শিক্ষকদের নিয়ে কেন এত সমস্যা ?  রাষ্ট্র তুমি বলতে পার কি?
সমান সুযোগ এক দেশ এক কাজ  তাহলে শিক্ষকের বেলায় ফারাক কেন হবে?
এত সব প্রশ্নের উত্তর দেবে কে?
আরও কত কষ্টের খবর আছে
শিক্ষককের হৃদয়ে জমা


আজও  শুধু উত্তরের অপেক্ষায়!!