সেই কবেকার পাড়াগাঁয়ে হেঁটে গেছে মা
আজও তাঁর সেই ছাপ লেগে আছে গাঁ জুড়ে
কত বধু যায় যায় সেই ছাপ কেউ দেখেনি
আমি শুধু স্মৃতিভরে দেখে যাই দিন রাত


প্রতিদিন চাঁদ ছবি মায়ের সেই আবেশে
নতুবা বাতাস খেলে বিস্ময় গভীর প্রত্যয়ে
মেঠো উঠানের কোনে মায়ের পাতানো আসন
আনন্দ বৈভব চেতনায় স্বচ্ছ পুব হাওয়াতে


কয়েকটি ধানের শীষ তুলসীতলায় সাজানো
মায়ের দেওয়া ধুনোর গন্ধ  এখনও ছড়িয়ে
সারাঘরময় মা মা ইমেজ  ঈষৎ শৈশব ছোঁয়া
মৃদু জ্যোৎস্নায় সেই সুখ  পুব হাওয়াতেই ওড়ে।