মন্দিরের সামনে গেলে এক বোধ আসে


হাঁটাচলা ও নিয়মিত নিয়মের
বহু শতাব্দী ভেঙে
কয়েকটি বিশ্বাস   পেরিয়ে
মন্দিরের উঠান অধিক শান্ত ও চুপচাপ


পাড়াগাঁয়ের ডাক অর্ধতৎসম ও শঙ্কর শব্দ
বেলগাছের থেকে প্রসাদি  পাতার ছায়া
রোদ ভেঙে মায়াময়  দৃশ্য
দেবী মায়ের চোখ মুগ্ধ করছে


অসময় কেটে গেলে
মালা,ধূপ,ধূনা, চন্দন নিয়ে অপেক্ষায় বসি


পুজোর বাদ্যির সাথে
দু'একটা রক্তপাত... তার সাথে অঞ্জলি দিও।