আচমকা জনস্রোত ; শীত হাওয়া কোলাহল
পাশাপাশি গ্রাম, কখনো উৎসব মেজাজ।
আতঙ্কে সময় এগিয়ে যায়


সকালের চায়ের দোকানে  মেজাজি গরম বৈঠক
রাস্তার সামনে পেছনে সুদৃশ্য নীল - সাদা - গৈরিক বসন  
পাড়ায় পাড়ায় উন্নয়নের শাঁখ ; দিন, তারিখ ভেদে
সকালের চিন্তা ভাঙে অভাব সংসারে শব্দ করে
দু'বেলা দুঃখ নামে  আঠারো বছরের আগে, পরে
গরীবি বেকার হাঁকে দুয়ারে দুয়ারে
চক্ষুলজ্জায় প্রাপ্যটুকু টেবিলটার নীচের ড্রয়ারে
ভারিক্কি মুখগুলো  প্রচারে গ্রাম কথার গল্প বলে যায়
সমস্ত পাড়ায় সুরু সুরু গলি বেয়ে উন্নয়ন ইতিহাসে
একমাত্র অন্ধকারে জেগে পূর্ব মেদিনীপুর।