আমি তো ছড়িয়ে দেবো অশ্লীল সংস্কৃতি
শপথের বাণী আমার স্বরলিপিতে
ঢুকে পড়েছি বর্তমান প্রজন্মের অন্তরে
সাজিয়ে তুলেছি দলের নেতাতে।


রবীন্দ্রনাথ, নজরুলের গানের কথা থেকে
নবগঠিত শব্দ নিয়ে দাপিয়ে বেড়াবো
পিঠে, বুকে আবীর রাঙানো শব্দে
বজ্রকঠিন এই রাজ্যে চমকে দেবো।


সাহসের সাথে আছে কালীঘাট
যারা প্রতিবাদী তারা বুঝে যাবে
আইন আমার হাতের মুঠোয়
সোস্যাল মিডিয়ায় শুধু কাঁচকলা দেখাবে।


সমস্ত দিন রাত ধরে
আমার সংস্কৃতির গানে
ছড়িয়ে পড়েছে অক্ষরের বীজমন্ত্র
যে কোনো গান পাল্টাতে পারি তার মানে।


আমি রোদ্দুর রায়
নিবেদন এই
ভয় মোটেই দেখাবে না
আমি কালীঘাটের ভাই!          
    


#বিঃদ্রঃ- বসন্ত উৎসবে রবীন্দ্রনাথ নাথে গানকে নিয়ে যেভাবে বঙ্গ সংস্কৃতি নষ্ট করেছে তার প্রতিবাদ স্বরূপ এই কবিতাটি।