কয়েক 'শ বার আমি এই ঘরের থেকে যাই আসি
কেবল পরিচর্যার অপেক্ষায়
সকালের শুকনো রোদ চেটে খায় সমগ্র সময়
চোখ তুলে মাটি অনবদ্য ভঙ্গিতে আকাশটায়
দূর থেকে করুন আর্তনাদঃ ক্ষয়ে যাওয়া মনের
দামী এই  বহুজাতিক ইন্টারনেট :স্তব্ধ জনজীবন


একটা সভ্যতার চোখের পাতায় কৃত্রিম কোলাহল
সর্ব শূন্য স্বপ্ন  মহান যুদ্ধভূমি  
যেখানে মানুষের কোন জাত হয়না
সেখানে রোদের কোন অক্ষর নেই


শুধু মাটিতে পড়ে থাকা
স্বাধীন উজ্জ্বল শব্দগুলির গন্ধ কুড়াই।