রোদ্দুরের মতো প্রান্তর ছুঁয়ে  সমুদ্রের দূরে দূরে পালতোলা
জাহাজের মাস্তুলের নিশানার দেশে তুমি জেগে
প্রেমের বাণী — সবুজ বনানী রঙে থরে থরে  কবিতায়
প্রান্তর ছুঁয়ে ঐশ্বর্য পায় গল্প কথার সুরে গান
ছন্দ- তরঙ্গ - প্রেমে  উদ্বেলিত অন্তরখানি
কবেকার ইস্পিতের  পাওয়া জন্মজন্মান্তর
আমি তার মেঘ নিয়ে অনন্ত আকাশ মেলাই অন্তরে


সেই অনন্ত বাণী  আজও শুনি—
পৃথিবী জুড়ে রোদ্দুরের মতো প্রান্তর ছুঁয়ে।