আজ, কাল, পরশু অতীত থেকে  ভবিষ্যৎ  
আলো অন্ধকারের মিশেলে
হলুদ, নীল, লাল জামা
জামা পরার গৌরবে এক বিষময় আত্মপ্রকাশ
এই রঙ ব্যথার, স্বপ্নের, সরলতার প্রতীকে
চারপাশে ঝেঁপে গোটা জীবনময়


যার জন্য ভোরেই সন্ধ্যা হয়
নগ্ন অন্ধকারে জামার আড়ালে
রাত্রির কঠোর শব্দ
ব্যথার, স্বপ্নের, সরলতার প্রতীকে


রঙের জামা শয়তান হয়ে ওঠে।