ক্রমশ আয়ত চোখের সীমানায় ছড়িয়ে যে সুর
তা অহংকার
কলকল করে প্রতিধ্বনি হয় মানবতার  
পাহাড়- বন, নদী - সমুদ্রের  অভিমুখে
উত্তাল  বিপ্লব শৈলী
যেন বেজে ওঠ, রাত্রি,তুমি।


একরাশ আছড়ে পড়া ঢেউ
স্বপ্ন জলে প্রতিবিম্ব ধর্মের  সূত্র
সেই তো চুরুলিয়া;এই তো রাত্র,তুমি।


তোমার বিদ্রোহী আত্মবীজ; চেতনার গভীরে
লক্ষকোটি বছরের দিব্যমহাকালের স্পর্শ পায়
সাম্যবাদ কল্যাণ
বিপ্লব জাগাও শরীর থেকে শরীরে
মহাকালের  নৃত্য;
রাত্রি,তুমি।


আগুনের সহস্র শিখাতে
ধর্মের ব্রম্মসংগীত  
এ এক কালের সমর্পণ
সেই দুর্গম  যাত্রাপথে একালের তেজস্বী চরিত্র
সকলের নজরুল; রাত্রি,তুমি