বোবা হয়ে আছি।বোবা হয়ে থাকা ভালো
অজান্তেই গালে থাপ্পড়,প্রকাশ্যে শয়তান
চেনা ভালো,না চেনাই শেষ কথা জেনো
সাধনার পথ বিস্ময় মানতে হবে সেই কথা।


বোবা হয়ে আছি,বোবা হয়ে থাকা ভালো
লিখি,আঁকি,মানুষের উপকার হয় কিনা জানি না
শরীর ঘুমায়,বোবার শত্রু নাই বলে জানি
ঝকঝকে ঘরে লোকে পুড়ে যায়, শেষ থাকে না।


বোবা হয়ে আছি, বোবা হয়ে থাকা ভালো
দেখেও দেখি না তবুও ঘর আমার পাশে
প্রেম ধর্ষণ, খুন হয়ে যায় বোবার অঙ্গিকারে
তদন্ত কেন? পুড়েছে সেই মেয়ে আমার ঘরে।


কথা বন্ধ করো।খবরে নয়,সিরিয়ালে মন দাও
সাধনার পথ পেয়েছি যতটা, আইনের পথ জানা
সমবেত সুরে গান ধরো এসে — ওসব কিছুই নয়
বোবা হয়ে আছো, তাই হয়ে থেকো— ওসব সাধনা।