সারাটা জীবন শিক্ষার আলোতে
নিজস্ব ছায়ায় হেঁটে যাওয়া  
চন্দ্রলোকের  দ্যুতি
কত সামাজিকতা লাল আকাশ জুড়ে
হাজার হাজার বর্ণ- বৈষম্য ভেদে
নিজেকে সাজিয়েছেন সাগরের বুকে


যেখান থেকে রোজ ভেসে আসে
গভীর-শ্যামল ভাবনার সুস্থির


আজকের মতোই
শত-শত বছরের পরেও
জন্ম ও মৃত্যুতে ভেসে আসবে
তেজভরা শিক্ষার ঢেউ


যেখানে প্রজন্মের পর প্রজন্ম
হৃদয়ে থেকে হৃদয়ে
এঁকে যাবে অক্ষর সাগর।