একটা ছবির কাছে দাঁড়াই
যেখানে আমার কথা বলি -খুব সহজে  
কিন্তু তোমার কাছে তা সহজ নয়
যা আসলে আমার মায়ের কথা


সামনে, পেছনে মাতাল- দৈত্য- দানব  
জটিলতা আরও সঙ্গ দেয়
আমি বিতর্ক ভুলে আমার কথা বলি -খুব সহজে


সকাল - বিকাল - সন্ধ্যা - রাত্রি  
এ নিয়ে সহজে চলি  
সব প্রতিবন্ধকতা ঝেড়ে -যেই তাকালাম  
মা দাঁড়িয়ে সহজভাবে
সহজে কথা বলার পাঠ শেখায়।