আজ গভীর রাত থেকে শহর  উঠে  এসেছে  গ্রামে
সব রাজপথে ভীড়ে ঠাসা যেন গ্রাম অবধি
শহর বৈতরণী পার হবে সপ্তাহভরা মধ্য রাতে
কি জানি, যে শহর ছিল  আমার তোমার  স্বপ্নের  নগরী
সেই শহরের গায়ে কত কলঙ্কের কোলাজ
যেখানে সীমাহীন  আতঙ্কিত
শহর  আজ ভেঙে টুকরো  হয়ে গেছে
আর গ্রামেও সবুজঘেরা ঝোপের  ভেতর
নক্ষত্রেরা কাঁপছে


রাতের বাতাস পাকখায় অজানা শহরের  ভয়ে
আজ রাতে সবচেয়ে গ্রাম হবে না-কি শহর
কয়েক পঙক্তি কবিতার ঢালে
প্রতিশ্রুতিতে গ্রাম হবে শহর


তোমার ভালোলাগার বুলি বুলবুলি  গানের সুরে
আবেগে বেঁধে যাও
আমজনতার  অবদানে
অতীত তোমার  স্মৃতি ভ্রষ্ট
ভবিষ্যৎ  শিহরিত
বর্তমানে  তোমার সাজানো  তরীতে
শহর  এসেছে  গ্রামে।