শৈশবে  একদিন
মায়ের পাশে আঁধার  রাতে
যে স্বপ্ন  দেখেছি
সংখ্যাহীন নক্ষত্রের  ভীড়ে
আর্তদের কোলাহল


আমার আকাঙ্খা  আবেগ যেন ভরে অন্ধকারে
সুমিষ্ট  নির্জন  আশ্বাসে
আমি জানি আবছা এই পথে
মায়ের ক্লান্তির স্থবিরতা


পাশে এসে ভুলে যায়
জীবনের  ক্লান্ত অন্বেষণ


এসব দেখেছি আমি
দেখেছি অনাহারে শৈশব


তবুও  জীবনের  সাথে  
নতুন স্বপ্ন  দেখি
নিবিড়  সান্ত্বনা ।