ক্ষমতাসীন দল আমাকে চিনতে পারো?
আমি থাকি দূরে,সবুজ  ঘেরা গ্রামে
সোনালি মাঠে যেখানে আকাশ  এসে মিশে
খড়ের ছাউনি  জ্যোৎস্নাময় সবুজ  লাউপাতা
ঝুড়ি ভর্তি সবজি নামে বহুদূরে  পথ হেঁটে
ভোরের ঠিকানা বাজার হাটে
কঠিন আলোর ঝলকানি


বয়সভারে বৃদ্ধা  হাঁটে  চাঁদের  আলোকে
স্বপ্ন  নিয়ে  সবজি মাথায় সংসার টানে
দিন বদলায়, মুখ বদলায়,সমাজ বদলায়  না
ঘরেতে কষ্ট , খিদের জ্বালায়  সব স্মৃতি  ভুলে যায়


সারা দিন রাত খাটার বিনিময়ে
সন্তান  নিয়ে একবেলা খেতে চায়
খালি পায়ে হেঁটে  রক্ত ঝরে পথে
ঘরেতে অসুস্থ  স্বামী  কাশলে  রক্ত ওঠে


কিছু  নেতা  প্রলোভনে হাত নাড়ে
অনুদানের কিছু  পয়সার পরিবর্তে
বাড়িতে  অভাব মেয়ে দুটি বিবাহযোগ্যা
মুখোশ  পরা মুখে  কিছুজন দেখে আড়চোখে
বয়সেরভারে বৃদ্ধা  সবজি নিয়ে পথে পথে হাঁটে
নিজের প্রতি লজ্জা  হাঁকায়  সন্তান স্নেহ ঘিরে


ক্ষমতা যন্ত্র হাসে আর দেখে বাহবা  জানায়  ওদের
প্রত্যেক দিন চোখে জল আর চিন্তা  মাথায়  ঘোরে
প্রতিবাদী হয়েও চুপ করে বসে থাকে
পাছে কেউ শুনতে  পায় এই ভয়েতে মরে
সত্যিই  এরা সাধারণ  মানুষকে   বসে রাখতেও জানে


বয়সেরভারে  সবজি বিক্রেতা  অভাব বুকে ঘুরে
ক্ষমতাসীন    নেতারা  আজ  গনতন্ত্রের  জামা গায়ে।