আমি আমার রাস্তা ছেড়ে অন্যের সাজানো রাস্তায় হেঁটে যাই
আমি শুধু একা নই;আমার পরিবার সমেত
আমার রাস্তার বিজ্ঞাপন উন্নয়ন বড়সড়
নিজের কাজের কাহিনি অন্যের সাজানো রাস্তায় রাস্তায়
আমার লোকেরা অন্যের হিসেব মেলায়


অন্যের রাস্তা ছেড়ে সদর দরজায় উঁকি মারি
কেননা আমার রাস্তায় ঘটে যাওয়া উপকথার কাহিনি
সবাই জেনে গেছে বলে


আমি শেষমেশ অন্যের দোষ আঙুল দিয়ে দেখাতে চাই
যেখানে আমি দোষী হয়েও নির্দোষী
বারবার আমার উর্দিপরা লোকেরা
আমার রাস্তার সামনে -পেছনে;   স্তাবকের ভুমিকায়


আমি ধর্ণায় বসি; অন্যের স্তাবকের ভুমিকায়
রাস্তা ঘিরে জটলা করি;বিচারে সমতুল্য


আমার রাস্তায় কত রক্ত ভেসে যায়;কত ধর্ষণ অন্ধকারে
আমার লোকেরা সেই রাস্তা ছেড়ে ;অন্যের সাজানো রাস্তায়  
নিজেকে প্রসারিত করি;অন্যের সমতুল্যে।