খালি রাস্তার উপর  ভাঙা ভাঙা  
মাটি ও পাথরের সঙ্গম
কেবলই  দেখা যায় উন্নয়নের কঙ্কাল
ছোট - বড়ো গাড়ি পার হয়
অভাবের যন্ত্রণায়
তবুও গ্রাম - গঞ্জের  চাঁদ  অর্ধেক খুলে পড়ে
রাতের ছায়ায়
অভাবী বৌ - ঝি রাস্তার উপর  
লম্বা লাইনে শ্রী-র সন্ধানে
মাথার উপর  কড়া সূর্যের তেজ
অথচ বাড়ি ফিরে
দু'মুঠো পান্তা খায় ভাগ করে
এই কথা বৌ - ঝি-রা জানলেও, আজকাল নেতারা জানে না।