আমি ৪৭এর বন্যা দেখিনি, দেখিনি কচু শাক  খেতে  
দেখিনি কখনো ত্রান শিবির, যেখানে মাইলো ঘাটা খেত ওরা
দেখিনি প্লেগ, দেখিনি এতো সব মহামারি


তবে আজ যার সামনে দাঁড়িয়ে, তা পূর্বের সব ছাড়িয়ে
শুধু  মুখোমুখি  মধ্যপ্রাচ্যা  থেকে আসা
করোনা আর আমফান
এরা বাদশা আজ, মানুষ খোঁজে
রাষ্ট্রের  আকাশে বাতাসে, বহুমুখী অলিতেগলিতে
এদের ঠোঁটে মানুষের স্বাদ লেগে যায়
নিশ্বাসে মানুষের ঘ্রাণ


আর আশা  নেই আসন্ন প্রভাতে   মাননীয় উপবাস
অনাহারে মুমূর্ষু  ভাষা আঁকড়ে
প্যাকেজিং, ত্রান-সাহায্য নীতির
দায়িত্ব  আপনার
ভুলে যাবেন না মোটে
যে ভাবে পেয়েছেন এদের থেকে দান
সে ভাবে এদের কাছে এসে দাঁড়ান
পাশে এসে দাঁড়ান  
মাননীয় সমীপেষু।