সংসারের এতোটাই সীমানা
যেখানে স্ত্রী, পুত্র  একান্ত আদিমটুকু জেগে
শুধু স্বর  শুধু শব্দ
সংসারের নানান ঝামেলায়
একাকার  হয়  কবিতার সংজ্ঞা


দিনের মধ্যে কয়েকবার টাটকা শব্দ
মনে এলেও রোদে চটে যায়


সন্ধ্যায় স্ত্রীর সাথে খুনসুটি
ছেলে-মেয়ের পড়ার পাতায়
নিজেকে কয়েক ঘণ্টা মিলিয়ে দেওয়া


মধ্যরাত
স্ত্রী ছেলে- মেয়ের বিছানায়
সবে হাতটা কবিতা ধরেছিল,থেমে যায়
স্ত্রীর আদরমাখা ঘ্রাণে


যখন টেবিলে ফিরে আসি
আমার সাজানো কবিতাটি
তখন শব্দ ভেঙে ঘুমিয়ে পড়েছে।