সন্ধ্যার হেঁটে যাওয়া পথে
আমার সংগ্রামী  আয়ু খুঁজে  বেড়ায়
রাত্রির কোণে কোণে  অস্ফুট বাতিঘর


যেখানে অক্ষর, শব্দ জমে আছে
চাঁদের মুখে
দু'একটা পৃষ্ঠার সরণীতে দেখি
সংগ্রামের ইতিউতি


এতোবড়ো রাতের ভেতর
আমার শব্দের ইচ্ছেগুলো
সহজেই  সাঁতার  কেটে যায়-
চেনা সেই  সংগ্রামী বাতিঘরে।