আমার সারা শরীরে কবিতার বাস
ক্ষয়ে যাচ্ছে এক একটা অঙ্গ
তবুও রাতদিন শব্দের পথ্য  খাই
আবার কখনও বেরিয়ে পড়ি
কলম ও খাতা সঙ্গে নিয়ে
যে পথে চৈতন্যদেব হরিনাম  করতে
জগাই ও মাধাইএর ভালোবাসা পেয়ে ছিলেন
অনন্ত সন্ন্যাসী ভৈরবে
আমিও আজ সেই কবিতাকে ঘিরে
গ্রাম,নদী পেরিয়ে কবিতায় সন্ন্যাস নিলাম।