বাসের শব্দ ঘেঁটে
অনাবিল ভীড় ঠেলে
যেই তোমার দক্ষিণমুখো দরজার কাছে
সেই মুহূর্তে ঘুমের মধ্যে ডুবলাম
অচেতন শরীর এলিয়ে বারান্দার বিছানায়


বাড়ী, মেটে রাস্তা, পিচ রাস্তা, ফুটপাত ধরে
আবারও হাঁটি
হাত ধরে নিয়ে চলে ঈশ্বর
আসলে  তখন আমি ঊনার  সন্তান


হঠাৎ হাল্কা রোদে হাঁটতে হাঁটতে ছিটকে পড়ি
কঠিন পাথরে


শরীরে ক্লান্তির ছায়া  
ঈশ্বর গোটা ফুটপাত ঘিরে
আমি তখন ফুটপাতে শুয়ে।