মধ্যরাতে জলে ভেসে যায় ভৌতিক প্রান্তর  
শরতের শেষেও বর্ষা যেন হয় ছন্নছাড়া
এর মাঝে শরীর পায়  নতুন প্রেমের অন্তর
বুকের ভেতর হাহাকার বৃষ্টির ইশারা।


শব্দ আজও   আসে নি মনে হয়েছে পতন
সমস্ত কিছু এড়িয়ে - পুড়িয়ে ব্যথায় ব্যথায়
বৃষ্টির ছন্দ শুধু দীর্ঘ আশায় বড্ড বেশি নাচন
যা কিছু অলীক ব্যর্থতা অপয়া মেঘের বদান্যতায়।


সারাটা দিন ঘর বন্দী জাগ্রত বৃষ্টি সংসারে
শরতের শেষেও বৃষ্টির সাথে গভীর অন্ধকারে ।