আগের থেকে সতর্কতা স্পর্শ করে
হুগলি সেতুর পাশ দিয়ে
কয়েকটি প্যাচানো রাতারাতি নতুন তৈরি প্রাচীর
টুকরো টুকরো মেঘের ফাঁকে ফাঁকে ছড়িয়ে সূর্যকিরণ
সারি সারি মানুষের অধিকারের প্রদধ্বনি
পায়ে পায়ে হেঁটে যায় সগৌরবে


অধির আগ্রহে সাজানো প্রশাসন
বোমা, রঙিন জল, কাঁদুনি গ্যাস
আরও শাসানো অস্ত্র সমাহার


শান্ত মানুষের ছবি উপহাস মিথ্যাচার
শরীরে পা ফেলে, রঙিন কাঁদানো গ্যাস ছুঁড়ে
কেড়ে নেয়   হাজার হাজার প্রাণ
স্বয়ং প্রশাসন


খাদকের শরীর অনেক শক্তপোক্ত দেহ
সহসা রঙিন জলে ডুবে যায় মৃত্যুর মিছিল
সহসা শত শত প্রাণ ঝরে
হুগলি সেতু আগে পরে লাল হয়ে ওঠে


শরৎ ঋতুকে এখন দেখার সময়
আহত, নিহত  মৃত্যুর গণিত
খাকি উর্দিপরা মানুষের দল
বিদেশির আড়ালে প্রশাসন
ভেঙে চুরে মৃত্যুর আর্তনাদ


ঠিক  সেদিন যা ঘটেছিল!