পূর্ণিমার চাঁদ
...শেষের সন্ধ্যায় ঢুকে পড়েছে
জ্যোৎস্নার আলো মাঝেমাঝে মেঘ চুরি করে
অন্ধকার নিশ্চিত জেনে
কারা যেন কয়েকটি শরীর ঘেঁষে  চলে যায়
নিঃশব্দে জনস্রোত
আচমকা দুলে উঠে শরীর
মুহূর্তে শুষে নেয়  রক্ত


অস্থির মনে
মেঘ মুক্তি দেয় জ্যোৎস্নাকে
রক্ত ভেজা শরীরে  
হেঁটে যায়


...শেষের সন্ধ্যায়।