কবিতার শব্দগুলো গুঁড়ো গুঁড়ো করে  ভাঙ
এককথায় নদী,প্রেম,গাছ,পাখি- এসব অনুভূতির আশ্রয়
ঘিরে তৈরি হয় এক নতুন কথামালা
যেখানে শব্দের ব্যবহারে শালীনতা আনে
কবিতার  শব্দে ঘনিয়ে আসে দেহজ অন্ধকার
পবিত্রতার সোহাগ দৈনিক পাঠকের কামজ ভাবকে
কবিতার পৃষ্ঠায় দায়সারা  ইস্তেহারে
একটা অর্থবহ কোন উষ্ণীষ আবেদন


কবিতার শেষ কথা হয়ে দাঁড়ায়...