শিক্ষা ডুবে যাচ্ছে।


ট্যাবে, এন্ড্রয়েডে,ল্যাপটপে
অনলাইনে শিশুমন আস্তে আস্তে ঢুকে যাচ্ছে
অনন্ত গভীরে এক প্রাপ্তবয়স্কদের দিকে


হারিয়ে যাচ্ছে  বিচ্ছিন্ন  পরীক্ষাহীন ব্যবস্থায়
বোধ হয় মেধার  বন্যায়...


ডুবে যাচ্ছে অজানা তথ্যের নামাবলী
চোখের সামনে নারী-পুরুষের গন্ধ
সে স্বাদে বয়ে যায় শিশু -কিশোর মন।


অভিভূত অভিভাবক- অভিভাবিকাবৃন্দ
স্কুলে স্কুলে জামা,জুতো,ব্যাগ,বল,ট্যাব,চাল-ডাল ও আলু ছলা
অনুদানে কন্যাশ্রী,রূপশ্রী স্কলারশিপ।


স্কুলের দীর্ঘ অবসরে—
চেয়ার, টেবিল,বেঞ্চ ব্লাকবোর্ডের  শরীরে জমেছে ধুলোর স্তুপ
আলমারি ঘেঁষে উইপোকা প্রতিটি বইয়ের খবর নেয়—
শিক্ষা  জীবিত না মৃত?
বিনা পরিশ্রমে  পারিশ্রমিক স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়... গণপরিবহন


এমন ইতিহাস, ভুগোল পাল্টে যাচ্ছে
অনলাইনের শিক্ষায়...